বন্দরের পার্কিং চার্জ হঠাৎ দ্বিগুণের প্রতিবাদে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ী, চালক ও শ্রমিকরা। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বন্দরের গেট বন্ধ করে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা জানান, বুড়িমারী স্থলবন্দরে পণ্য আনলোড-ডাউনলোড করতে বন্দরে পার্কিং চার্জ হিসেবে বন্দর কর্তৃপক্ষ গাড়িপ্রতি টোকেনের মাধ্যমে ১৬০ টাকা করে আদায় করত। কিন্তু সেই অর্থ কোথায় বা কারা ভোগ করে তা অজানা ব্যবসায়ীদের। বন্দরটি চালু রাখতে এ বন্দরে বেশ কিছু চার্জ মওকুফ থাকলেও স্থানীয়ভাবে ঠিকই আদায় করা হয় বলে ব্যবসায়ীদের অভিযোগ। পার্কিং চার্জটিও অনুরূপ স্থানীয় স্বঘোষিত একটি চার্জ। সেই পার্কিং চার্জ গতকাল থেকে ৪ শত টাকা দাবি করে আদায় শুরু করে বন্দর কর্তৃপক্ষ। চার্জ বাড়ানোর বিষয়টি অস্বীকার করে বুড়িমারী স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক শাহীন আলম বলেন, চালকরা পণ্য উঠা-নামা করতে বিলম্ব করে। এটা দ্রুত সড়ানো নিয়ে একটু ঝামেলা হয়েছে। যা মিটানোর চেষ্টা করা হচ্ছে। চার্জ বাড়ানো হয়নি।
আমাদের সময়