ইহুদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতির পক্ষে খোড়া যুক্তি দিয়ে তেল আবিবের প্রথম সারির একটি ইংরেজি পত্রিকায় নিবন্ধ লিখেছে ওয়াশিংটনে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের দূত ইউসুফ আল ওতাইবা।
তিনি দাবি করে লিখেছেন, ইসরায়েলের সাথে চুক্তিটি ফিলিস্তিনে একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করবে।
তিনি লিখেছেন, এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক সাভাবিক করা নিয়ে ইসরায়েলের নেতারা বিভিন্ন মন্তব্য করেছেন। আমরা আগামী অক্টোবরে দুবাইয়ের ওয়ার্ল্ড এক্সপোতে ইসরায়েলিদের স্বাগত জানানোর প্রত্যাশায় রয়েছি।
সঙ্গত, চলতি মাসের ১৩ আগস্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে একটি বিতর্কিত চুক্তি ঘোষণা করা হয়। যে চুক্তির মাধ্যমে মূলত ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দেয় আরব আমিরাত। কিছু আরব দেশ ছাড়া বিশ্বের অনেক মুসলিম দেশ এ চুক্তিকে প্রত্যাখ্যান করেছে।
সূত্র: ইয়েনি সাফাক