ইয়াবাসহ ধরা খেলো আ.লীগ নেতা

0
576
ইয়াবাসহ  ধরা খেলো আ.লীগ নেতা

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাহবুবুর রহমান (৪৮) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ধরা খেয়েছে। আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মাহবুবুর রহমান সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি জেসি রোড ধানবান্দি এলাকার আলী আকবর মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে র‌্যাবের একটি দল সিরাজগঞ্জ শহরের মাছিমপুর উত্তরপাড়ার আবুল হোসেনের বাড়ির পেছনে ইয়াবা কেনা-বেচার সময় মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন, দুটি সিম এবং নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়। আমাদের সময়

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধক্রসফায়ারের ভয় দেখিয়ে ধর্ষণ ও হত্যা করার জবানবন্দি নেয় আইও
পরবর্তী নিবন্ধক্যাসিনোকাণ্ডে অভিযুক্তরাও আওয়ামীলীগে পদ-পদবি পেতে তৎপর