খোরাসান | তালেবানে যোগ দিয়েছে ৩৯ জন কাবুল বাহিনীর সেনা সদস্য

0
975
খোরাসান | তালেবানে যোগ দিয়েছে ৩৯ জন কাবুল বাহিনীর সেনা সদস্য

খবরে বলা হয়েছে, কাবুল সরকারী বাহিনীর ৩৯ সৈন্য চারটি প্রদেশ থেকে তালেবানদের সাথে যোগ দিয়েছে। প্রদেশগুলো হল: নানগারহার, ময়দানে ওয়ার্দাক, পাকতিয়া এবং গজনি।

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের একজন কেন্দ্রীয় তালেবান মুখপাত্র, মুহতারাম জাবিহুল্লাহ মুজাহিদ হাফিজাহুল্লাহ রবিবার তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন যে, পূর্ব নানগার প্রদেশের পাচিরাগাম জেলা হতে কাবুল প্রশাসনের ২৫ সেনা এবং একজন পুলিশ সদস্য সত্যতা উপলব্ধি করে কাবুল বাহিনী থেকে পদত্যাগ করেছে এবং মুজাহিদিনের সাথে যোগ দিয়েছেন।

তিনি অন্য টুইটে আরো লিখেছেন যে, ময়দানে ওয়ার্দাক থেকে ৮ জন, পাকতিয়ার চামকানি জেলা থেকে ৪ জন এবং গজনী হতে আরো ৩ জন সৈন্য ও পুলিশ কাবুল বাহিনী থেকে পদত্যাগ করেছেন এবং তালেবান মুজাহিদদের সাথে যোগ দিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়া | একটি মার্কিন ড্রোন আটক করেছেন শাবাব মুজাহিদিন
পরবর্তী নিবন্ধআমিরাতের পর এবার বাহরাইন-ইসরায়েল সম্পর্ক: ট্রাম্পের ঘোষণা