খোরাসান | মুরতাদ কাবুল বাহিনীর বিমান হামলায় ৪০ জন বেসামরিক নাগরিক হতাহত

0
919
খোরাসান | মুরতাদ কাবুল বাহিনীর বিমান হামলায় ৪০ জন বেসামরিক নাগরিক হতাহত

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে মুরতাদ কাবুল বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছে। গত শনিবার দুপুর বেলায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আফগান তালেবান।

কাবুল সরকারের নিযুক্ত কুন্দুজের প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে , কাবুল বাহিনীর একাধিক বিমান হামলায় কমপক্ষে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে।

তবে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, মুরতাদ কাবুল সরকারি বাহিনীর বিমান হামলায় মহিলা ও শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৭ জন।

انا للہ وانآ الیہ راجعون

আফগানিস্তানের দীর্ঘ ১৮ বছরের যুদ্ধে অবসানে যখন আমেরিকার গোলাম কাবুল সরকার তালেবানের সঙ্গে আন্তঃআফগান আলোচনা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই মর্মান্তিক হামলা চালালো কাবুল বাহিনী। অনেক বিশ্লেষক মনে করছেন, এই হামলার ফলে তালেবান এখন কঠিন সিদ্ধান্তই নিবে, ভেস্তে যেতে পারে কাবুল হুকুমতের সাথে তালেবানদের আন্তঃআফগান সংলাপ।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান | দুই মিলিটারি ইন্টেলিজেন্স সদস্যকে হত্যা করেছে টিটিপি
পরবর্তী নিবন্ধপাকিস্তান | টিটিপির সফল হামলায় ২ নাপাক সৈন্য নিহত