মুক্তিপণ না পেয়ে কিশোর হত্যা যুবলীগ নেতার

0
1053
মুক্তিপণ না পেয়ে কিশোর হত্যা যুবলীগ নেতার

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় মুক্তিপণের টাকা না পেয়ে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় যুবলীগ নেতা আবুল হোসেন আপন। এই যুবলীগ নেতা আপন কন্ডা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়া থানা যুবলীগের সদস্য।

২৪ সেপ্টেম্বর লালমনিরহাটের মিছির আলীর ছেলে সবুজ হোসেন (১৪) ও একই এলাকার জাহিদুল ইসলাম (১৫) অভিমান করে বাড়ি থেকে আশুলিয়ার মোজারমেইল এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসে। বোনের বাসা খুঁজে না পেয়ে মোজারমেইল এলাকার বাসস্ট্যান্ডে অপেক্ষার সময় দুর্বৃত্তরা তাদের অপহরণ করে। পরে তাদের স্বজনদের কাছে মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দ্রুত মুক্তিপণের টাকা হাতে পাওয়ার জন্য ওই দুই কিশোরকে নির্মমভাবে মেরে তাদের আর্তচিৎকার শোনানো হয় স্বজনদের। নির্যাতনের একপর্যায়ে পঞ্চম শ্রেণির ছাত্র সবুজ মারা যায় ও জাহিদুল ইসলাম গুরুতর আহত হয়। পরিস্থিতি বেগতিক দেখে নিহত সবুজ ও আহত জাহিদুলকে একটি ভ্যানে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। আমাদের সময়

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ নেতার সহায়তায় সরকারি জমিতে ভবন নির্মাণ
পরবর্তী নিবন্ধমালাউন প্রশান্ত কুমার হালদার মেরে দিয়েছেন ১০ হাজার কোটি টাকারও বেশি