মিসরের জলসীমায় ঢুকে পড়ায় দুই ফিলিস্তিনি মৎস্যজীবী হত্যার ঘটনায় দম্ভোক্তি প্রকাশ করেছেন দেশটির সরকারপন্থী টেলিভিশন উপস্থাপক আহমদ মুসা।
তিনি বলেন, যারা মিশরের সীমান্ত অতিক্রমের চেষ্টা করবে, তাদের টুকরো টুকরো করা হবে। আমরা কাউকে বিরক্তি করছি না,এখন সময়টি কারো সঙ্গে লড়াইয়েরও নয়।
মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, ওই দুই মৎস্যজীবী মিশরের জলসীমায় ঢুকে পড়লে তাদের হত্যা করে মিশরের নৌবাহিনী।
এ প্রসঙ্গে ওই উপস্থাপক আরও বলেন, সীমান্ত হলো সবার জন্য বিপদসীমা। কেউ যদি তা অতিক্রম করতে চায়, তবে তাকে ফেরত যেতে দেয়া হবে না। আমি কি বলছি, হামাসকে তা বুঝতে হবে।
উল্লেখ, গতো ২৬ সেপ্টেম্বর দুই ফিলিস্তিনি মৎস্যজীবী মিশরীয় জলসীমায় ঢুকলে তাদের গুলি করে হত্যা করা হয়। শুক্রবার আরেক মৎস্যজীবীকে আটক করা হয়েছিল। গাজা মৎস্যজীবী ইউনিয়নের প্রধান নিজার আয়াশ বলেন, ওই মৎস্যজীবীদের নৌকাকে ধাওয়া করে তাদের প্রকাশ্যে গুলি করে হত্যা করে মিসরীয় নৌবাহিনী।