ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী গাদ্দার রাষ্ট্রসমুহের পরবর্তী আরব দেশ হতে যাচ্ছে ওমান। গত ২৫ অক্টোবর ইসরায়েলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, দেশটির কর্মকর্তারা আশাবাদী খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করবে ওমান।
গণমাধ্যমের খবরে বলা হয়, সম্ভবত ইসরায়েল-ওমান সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তি মার্কিন নির্বাচনের পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের প্রসঙ্গ টেনে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আরো দেশ তাদের অনুসরণ করবে।
প্রসঙ্গত, দখলদার ইসরায়েলের সঙ্গে আমিরাত এবং বাহরাইনের সম্পর্ক স্থাপনের চুক্তিকে স্বাগত জানিয়েছে ওমান।
গত শুক্রবার ক্রুসেডার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ইসরায়েল-সুদান সম্পর্ক স্থাপনে একমত হয়েছে।
উল্লেখ, ফিলিস্তিনি মুসলিমদের সাথে গাদ্দারি করে একের পর এক মুরতাদ শাসকের আবির্ভাব হচ্ছে। এর আগে ১৯৭৯ সালে মিশর, ১৯৯৪ সালে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ২০২০ সালে দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করে।
সূত্র : মিডলইস্ট মনিটর।