কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে আহত মোহাম্মদ ইসলাম (৩৫) নামে বাংলাদেশি এক জেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত পৌনে ৮টায় আহত ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতেই তিনি মারা যান।
মোহাম্মদ ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার গোরা মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি একটি নৌকায় ৩ জেলে নাফ নদীতে মাছ শিকারে গেলে বিজিপি তাদের ওপর অতর্কিতে গুলিবর্ষণ করে। এ সময় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।