সোমালি সংসদ সদস্য এক এমপির গাড়িতে সফল হামলা চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন। এতে তার দুই দেহরক্ষী নিহত হয়েছে।
খবরে বলা হয়েছে, গত ৮ নভেম্বর সোমালিয়ার রাজধানী মোগাদিশুর রাষ্ট্রপতি প্রাসাদ কমপ্লেক্সের কাছে একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন। যেই গাড়িটি ছিল সোমালি সংসদ সদস্য ‘ড্যাফলি’ নামক এক এমপির। এই হামলায় সে অল্পের জন্য বেঁচে গেলেও তার ২ দেহরক্ষী তখন নিহত হয়েছিল।
উল্লেখ্য যে, এদিন হারাকাতুশ শাবাব মুজাহিদিন সোমালিয়া জুড়ে আরো ৪টি সফল অভিযান পরিচালনা করেছিলেন, যাতে কতক মুরতাদ সৈন্য নিহত ও আহত হয়েছে।