ড্রামের ভেতর লাশ, পরিচয় মিলেছে সেই যুবকের

1
1184
ড্রামের ভেতর লাশ, পরিচয় মিলেছে সেই যুবকের

ময়মনসিংহে ব্রিফকেসে নারীর লাশের পর এবার চাঁদপুরের শাহরাস্তিতে ড্রামের ভেতর থেকে পাওয়া সেই যুবকের পরিচয় মিলেছে। তিনি কুমিল্লা দক্ষিণ উপজেলার কাজিপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান (৩৫)। চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে অজ্ঞাত পরিচয় হিসেবে ওই যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে নিহতের মা কুমিল্লা থেকে এসে ছেলের লাশ শনাক্ত করেন। এ সময় তিনি জানান, তাঁর ছেলে কুমিল্লা ইপিজেড এলাকায় একটি তৈরি পোশাক কারখানার বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গত সোমবার ছেলে বাসা থেকে বের হয়।

গতকাল মঙ্গলবার রাত ১১টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর গ্রামের নির্জন সড়কের পাশ থেকে ড্রামের ভেতর থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

এ সময় একটি নীল রঙের ড্রামের মুখ স্কচটেপ দিয়ে আটকানো দেখতে পান। পরে ড্রামের মুখ খুলে ভেতরে কাপড় ও তুলা দিয়ে পেঁচানো জিন্সের প্যান্ট পরা এক যুবকের লাশ দেখতে পান তিনি।
ওসি আরো জানান, যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখমের চিহ্ন দেখা যায়।

এতে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও নির্মমভাবে হত্যা করে যুবকের লাশ এখানে ফেলে রেখে চলে যায়।

১টি মন্তব্য

  1. এজন্যই বাংলাদেশের অপর নামে বলা হয়,,,, তুমি এখন আর বাংলাদেশ নও তুমি হলে বাংলা লাশ,,,,!!
    বড়ই আফসোস হয় এসব মানুষ খেকো হায়নাদের জন্য,,,, আল্লাহ তায়ালা ওদের কে হেদায়েত নসীব করুণ আমীন ইয়া রাব্বাল আলামীন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকোনো কাজেই লাগছে না কোটি টাকায় নির্মিত ৪ সেতু
পরবর্তী নিবন্ধবাংলাদেশে হিন্দুত্ববাদী প্রকল্পের এক নতুন ও বিপদজনক পর্যায় (২)