ফেনীর পরশুরামে গৃহবধূর সঙ্গে পরকীয়ার সময় স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। রোববার উপজেলার মির্জানগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটক ছাত্রলীগ নেতা মো. শাহ পরান মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের উপ-দপ্তরসম্পাদক। ওই ঘটনার পর পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাত ১২টার দিকে এক গৃহবধূর ঘরে প্রবেশ করেন শাহপরান। পরে স্থানীয়রা টের পেলে তারা ঘরে তালা ঝুলিয়ে দেন। আজ রোববার সকাল ১১টা পর্যন্ত সেখানে তাকে আটকে রাখা হয়। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়।
জানা গেছে, ওই গৃহবধূর স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকেন। এ সুযোগে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন শাহ পরান। এ ঘটনার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো.মহিউদ্দিন ছুট্টো এবং গৃহবধূর স্বামীকে খবর দেওয়া হয়।
ইউপি সদস্য মহিউদ্দিন ছুট্টেুা বলেন, ‘অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগে লোকজন শাহ পরানকে আটক করে। পরে ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়।’ আমাদের সময়