কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিক্রয়কর্মী নিহত

0
426
কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিক্রয়কর্মী নিহত

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিক্রয়কর্মী খুন হয়েছেন। রবিবার মধ্যরাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক আনোয়ার হোসেন (৩২) বগুড়ার আদমদীঘি এলাকার তবিবুর রহমানের ছেলে। তিনি একটি টুথপেস্ট কম্পানির বিক্রয়কর্মী। চাকরির সূত্রে পরিবার নিয়ে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প চৌধুরী পাড়ায় বসবাস করে আসছিলেন।

নিহত আনোয়ার হোসেনের ভাই আতাউর হোসেন জানান, প্রতিদিনের মতো তিনি কক্সবাজারের মেডিপ্লাস নামে একটি টুথপেস্ট কম্পানির পণ্য বিভিন্ন উপজেলায় বিক্রি করে রাতে বাসায় ফেরার পথে বাস টার্মিনাল এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। ওই সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে ছুরিকাঘাত করে আনোয়ারকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। কালের কণ্ঠ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুঋণে জর্জরিত ব্যাংক খাত
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট। | নিমরোজ প্রদেশের জানবাজ তালেবান মুজাহিদিন