চাঁদাবাজির মামলায় আটক ধুনট যুবলীগ সভাপতি

0
615
চাঁদাবাজির মামলায় আটক ধুনট যুবলীগ সভাপতি

বগুড়ার ধুনট উপজেলায় চাঁদাবাজির মামলায় আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার বেলা ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মধুপুর গ্রামের বাসিন্দা। মামলার এজাহারে বলা হয়েছে, আমিনুল সরকারি একটি জলাশয়ের ইজারাদার মথুরাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আমিনুল ওই জলাশয় থেকে জোর করে মাছ লুট করে নিয়ে যান। এ ঘটনায় ইসমাইল বাদী হয়ে ২০১৬ সালে আমিনুলের বিরুদ্ধে ধুনট থানায় চাঁদাবাজি ও মাছ লুটের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ তদন্ত করে আমিনুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। কিন্তু আমিনুল ওই মামলায় আদালতে হাজিরা দেয়নি। আমাদের সময়

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান | লাহোরে টিটিপির বীরত্বপূর্ণ শহীদি হামলা, হতাহত কয়েক ডজন
পরবর্তী নিবন্ধএবার কৃষক লীগ নেতা ও তার ভাই মাদকসহ গ্রেপ্তার