ইসরায়লের সঙ্গে আমিরাতের সরাসরি বিমান চলাচল শুরু

0
570
ইসরায়লের সঙ্গে আমিরাতের সরাসরি বিমান চলাচল শুরু

শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সরাসরি বিমান চলাচল।

ফ্লাই দুবাই নামের একটি এয়ারলাইন্স বৃহস্পতিবার প্রথম সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পর এই প্রথম বাণিজ্যিক বিমান যাতায়াত শুরু করে।

দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমানটিকে স্বাগত জানানোর কথা রয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহুর মুখপাত্র। প্রায় চার ঘণ্টা আকাশপথ পাড়ি দিয়ে তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছানোর কথা রয়েছে।

ক্রুসেডার ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি হয়। সম্প্রতি আমিরাত দেশটিতে বিদেশিদের বিনিয়োগের জন্য আইন সংস্কার করে। এতে বিদেশিরা তাদের বিনিয়োগের ক্ষেত্রে শতভাগ মুনাফা নিতে পারবে।

ইসলামিক বিশ্লেষকগন বলছেন, এর মাধ্যমে ইসলাম ও মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতার চূড়ান্ত নজির স্থাপন করেছে আরব আমিরাত।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিএসএমএমইউ’য়ে রোগীর কিডনি কেটে বিক্রি
পরবর্তী নিবন্ধভারতের বহরমপুরে মুসলিমদের ফ্ল্যাট ও ঘরভাড়া দিতে নিষেধাজ্ঞা