ভাবিকে ধর্ষণচেষ্টার অভিযোগে নরসিংদীর রায়পুরা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপু মিয়াকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দিপু মিয়াকে আসামি করে রায়পুরা থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা দিপু মিয়া রায়পুরা পৌর এলাকার রামনগরহাটির বাসিন্দা মো. শহীদ মিয়ার ছেলে। ভুক্তভোগী গৃহবধূ তার চাচাত ভাইয়ের স্ত্রী। স্বামী মালদ্বীপ থাকার সুযোগে দিপু প্রায়ই গৃহবধূকে কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সভ্রমহানির হুমকি দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলে দিপু পালিয়ে যায়। কালেরকণ্ঠ