শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতাল ভবনের পেছন থেকে শনিবার দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম রাকিব হাসান সম্রাট মুন্সী (৩০)। তিনি ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের মৃত সিরাজ মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ব্লাড ট্রান্সফিউশন রক্তদান নামের একটি সামাজিক সংগঠনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের পরিত্যক্ত জায়গায় দুপুর ১২টার দিকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
প্রথম আলো