উইঘুর মুসলিমদের নিপীড়নে চীনের নতুন কৌশল

1
788
উইঘুর মুসলিমদের নিপীড়নে চীনের নতুন কৌশল

এবার উইঘুর মুসলিমদের নিপীড়নে নতুন কৌশলে মাঠে নেমেছে চীন। প্রত্যেক উইঘুর মুসলিমকে আলাদাভাবে চিহ্নিত করতে উদ্ভাবন করেছে নতুন প্রযুক্তি।

এই প্রযুক্তির মাধ্যমে অসংখ্য লোকের ভিড়ের মধ্যেও শনাক্ত করা যাবে উইঘুরদের।

জানা গেছে, উইঘুরদের শনাক্ত করার জন্য নতুন এ প্রযুক্তি এনেছে চীনের তথ্যপ্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। তারা একটি সফটওয়্যার তৈরি করেছে। যার সাহায্যে মুখ দেখেই উইঘুরদের শনাক্ত করা যাবে।

এই সফটওয়্যারের সাহায্যে ধর্মপ্রাণ উইঘুর মুসলিমদের বেছে বেছে জেলে ঢোকানো হচ্ছে। এমনকি তাদের সম্পর্কে একটি বিরাট তথ্য ভাণ্ডারও তৈরি করা হচ্ছে। ফলে ইচ্ছা করলেই ওই মানুষগুলোকে যখন খুশি বন্দিশিবিরে বা বাইরে রাখতে পারবে তারা।

চীনের উত্তর পশ্চিমের প্রদেশ জিনঝিয়াংয়ে উইগুরদের বাস। সেখানেই নানা বিধি-নিষেধ আরোপ করে তাদের মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে চীনা নাস্তিক্যবাদী সরকার।

সূত্র : ইসলাম টাইমস

১টি মন্তব্য

  1. জিংজিয়াং এর কথা ভাবলেই পবিত্র কুরআন এর সেই আয়াত মনে পরে। তারা মুখের ফুতকারে আল্লাহর আলো নিবিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ তার আলো সমুন্নিত রাখবেন যদিও কাফেররা তা অপছন্দ করে।

    তারপর যে জাতি জুলম করেছে তাদের গোড়া কেটে দেয়া হয়েছে। শত প্রসংশা আল্লাহ রাব্বুল আলামিনের।

Leave a Reply to MD Shahriar প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিদগ্ধ জেনি: ৮ মাসেও মামলা নেয়নি পুলিশ
পরবর্তী নিবন্ধশরিয়ার ছায়াতলে | মুজাহিদিন কর্তৃক দরিদ্রদের মাঝে গবাদি পশুর যাকাত বণ্টন