ভারতের বিহারের পাটনার ফুলওয়ারিশরিফ এলাকায় গরুচোর সন্দেহে মোহাম্মদ আলমগীর (৩০) নামে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ভোরে আলমগীর ও তার এক সঙ্গী গরু নিয়ে যাচ্ছিলেন। তাদেরকে সন্দেহ করে স্থানীয়রা। চোর সন্দেহে তাদেরকে ঘিরে ধরে নানা প্রশ্ন করতে থাকেন তারা। এতে হতচকিত হয়ে পড়েন আলমগীর। কিছু বলার আগেই স্থানীয়রা মারধর শুরু করে।
এ সময় আলমগীরের সঙ্গে থাকা আরেকজনকেও মারধর করতে থাকে। তবে তিনি কোনো রকমে পালিয়ে যান। ক্ষুব্ধ জনতার রোষের শিকার হন আলমগীর। এতে তিনি গুরুতর জখম হন। পরে অজ্ঞান হয়ে পড়েন আলমগীর। এরপর তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় উত্তেজিত গোপূজারীরা।
পরে গুরুতর জখম অবস্থায় আলমগীরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।