ওয়াজ মাহফিলে আ’লীগ সন্ত্রাসীর বাধা: ‘এই লাঠি দে’ বলে হুজুরের হুংকার

0
927
ওয়াজ মাহফিলে আ’লীগ সন্ত্রাসীর বাধা:  ‘এই লাঠি দে’ বলে হুজুরের হুংকার

ইদানিং ওয়াজ মাহফিল নিয়ে একটি শ্রেনীর খুব গাত্রদাহ দেখা যাচ্ছে।

তারা যেখানে খুশি ওয়াজ মাহফিলে গিয়ে বাধা দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। সম্মানীত হুজুরদের তারা অকথ্য ভাষায় গালাগাল করছে।

সর্বশেষ সাভার আলামীন মাদরাসার ওয়াজ ত্বাগুত প্রশাসন বন্ধ করে দেয়, অথচ সেই মাদরাসার কর্তৃপক্ষ এলাকার চেয়াম্যানকে সাথে রেখেই সব আয়োজন সম্পন্ন করছিল।

মাদরাসা কর্তৃপক্ষ অনেক টাকা খরচ করে আয়োজন করছিল। কিন্তু সবই জলে গেল। এর দায়ভার কে নিবে জানা নেই কারো।

শুধু বাধা দিলে এক কথা কিন্তু পাশাপাশি হুজুরদের সাথেও খারাপ ব্যবহার নকরা হচ্ছে।

ডেমরা ডগাইর এক মাহফিলে স্টেজ উঠে হুজুরকে এক আওয়ামী সন্ত্রাসী অকথ্য ভাষায় গালাগাল করেছে। পরে জনগণন তাকে প্রতিহত করছে।

কিন্তু সব হুজুর এক না। নওমুসলিম ওয়াসেক বিল্লাহ্ নোমানী’ এর মাহফিলে এক আওয়ামী সন্ত্রাসী এসে বাধা দেয়।  অকথ্য ভাষায় গালাগাল করে।

এক পর্যায়ে নওমুসলিম ওয়াসেক বিল্লাহ্ নোমানী’র “এই লাঠি দে” হুংকারে বয়ানে বাঁধা দানকারী আওয়ামী লীগ সন্ত্রাসী লেজ গুটিয়ে পালায়।

পুরো ভিডিও দেখতে ক্লিক করুন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-ফিরদাউস সাপ্তাহিকী || সংখ্যা : ৪৪|| ডিসেম্বর ৩য় সপ্তাহ, ২০২০ ঈসায়ী
পরবর্তী নিবন্ধআবারো একা হয়ে যাচ্ছে যুক্তরাজ্য