আবারো একা হয়ে যাচ্ছে যুক্তরাজ্য

1
980
আবারো

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন প্রজাতি পাওয়ায় দেশটির সঙ্গে ফ্লাইট বন্ধ করে দিয়েছে ৪০টিরও বেশি দেশ।

নতুন ধরনের ভাইরাসটির সংক্রমণের ক্ষমতা আগের তুলনায় ৭০ শতাংশ বেশি। তবে তা আগের প্রজাতির চেয়ে বেশি প্রাণঘাতী নয় বলে মনে করা হচ্ছে।

এটি পাওয়া গেছে ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়াতেও। সংক্রমণ রোধে ব্রিটেনের সঙ্গে ইউরোপের কয়েকটি দেশের পাশাপাশি সৌদি আরব, ভারত, হংকংসহ সব মিলিয়ে ৪০টিও বেশি দেশ ফ্লাইট বন্ধ করেছে। আর এর বিরূপ প্রভাব পড়েছে ব্রিটেনের শেয়ারবাজারে। এর জেরে ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দামও কমেছে।

এর আগে গত রোববার (২০শে ডিসেম্বর) যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছিলেন, ভাইরাসের নতুন রূপটি ‘নিয়ন্ত্রণের বাইরে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায়ও করোনাভাইরাসের অতি সংক্রামক একটি রূপ পাওয়া গেছে। তবে এটি যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের ভাইরাসটির মতো নয়।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধওয়াজ মাহফিলে আ’লীগ সন্ত্রাসীর বাধা: ‘এই লাঠি দে’ বলে হুজুরের হুংকার
পরবর্তী নিবন্ধদাউদকান্দিতে ‘ধর্মব্যবসা’ উল্লেখ্য করে মাহফিল বন্ধ ঘোষণা উপজেলা চেয়ারম্যানের