ফিলিস্তিন স্বাস্থ্য কমপ্লেক্সে একজন গর্ভবতী নারী এবং অন্য একজন নার্স মারাত্মকভাবে আহত হয়েছে।
গত ২৭ ডিসেম্বর ভোরে পশ্চিম তীরের রামাল্লাহ শহরের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর কুদুস নিউজ নেটওয়ার্ক।
খবরে বলা হয়, দখলদার সেনারা হাসপাতালের রোগী ও স্বাস্থ্য কর্মীদের লক্ষ্য করে অনবরত এলোপাতাড়ি রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ হামলায় একজন গর্ভবতী নারীর কাঁধ ও অন্য একজন সেবিকা বাহুতে আহত হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভোর ৪ : ৩০ মিনিটে ইসরায়েলের সেনারা রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করতে শুরু করে।
এই হামলার ফলে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষত শিশুদের মধ্যে। টিয়ারগ্যাসে দম বন্ধ হয়ে এদিক ওদিক ছুটোছুটি করে রোগীরা। এতে রোগীদের ফুসফুসে সমস্যা বাড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অভিশপ্ত ইহুদিরা আরেকটা প্রাপ্য পাওনা করলো তাদের প্রাপ্যের খাতায়। যা ইনশা আল্লাহ সময়ের সাথেই বুঝিয়ে দেয়া হবে।
আল্লাহর শত্রুরা দুর্বল হচ্ছে আর আল্লাহর মুজাহিদ বান্দারা তৈরি হচ্ছে (আল্লাহু আকবর)