ইয়ামানে সৌদি সমর্থিত হাদী, ইরান সমর্থিত হুথী ও আরব আমিরাতের বিরুদ্ধে বেশ কিছু হামলা চালিয়েছে আল-কায়েদা আরব উপদ্বীপ শাখা একিউএপি(AQAP) এর মুজাহিদিন। ডিসেম্বরের ১৭ তারিখের পর থেকে এ অভিযান অব্যাহত রয়েছে।
গত ১৮ ডিসেম্বর ‘নৌরোস’ এর প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, কিছুদিন বিরতি দিয়ে পূণরায় ইয়ামানে হামলা চালাতে শুরু করেছে আল-কায়েদা আরব উপদ্বীপ শাখা আনসারুশ শরিয়াহ্। তারা ইতিমধ্যে আবয়ান, শাব্বা, ইডেন ও রাজধানী সনায় বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। যার মধ্যে শাব্বায় আরব আমিরাতের সেনা সদস্যদের টার্গেট করে একটি গাড়ি বোমা হামলা চালিয়েছে দলটি, এমনিভাবে সানার মুকাইরাস অঞ্চলে হুথীদের একটি সাইটে গাড়ি বিস্ফোরণও করেছিলো শাখাটি।
অপরদিকে বাইদা প্রদেশের কেন্দ্রস্থল আল-জহির জেলার নাফিসা এলাকায় হুথী বিদ্রোহীদের একটি কনভয়কে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে আনসারুশ শরিয়াহ্।
সর্বশেষ ‘সাবাত নিউজ’এর তথ্যমতে, গত ২৭ ও ৩০ ডিসেম্বর বায়দা প্রদেশে আরো ২টি স্নাইপার হামলা চালিয়েছে মুজাহিদগণ। এতে ২ হুথী বিদ্রোহী নিহত হয়েছে।