খোরাসান | কাবুল বাহিনী দ্বারা বিধ্বস্ত উচ্চ বিদ্যালয় পুনর্নির্মাণ করেছে তালেবান

0
747
খোরাসান | কাবুল বাহিনী দ্বারা বিধ্বস্ত উচ্চ বিদ্যালয় পুনর্নির্মাণ করেছে তালেবান

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান মুজাহিদিন, তাদের নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ময়দানে ওয়ার্দাক প্রদেশের নেড়খ জেলায় একটি উচ্চ বিদ্যালয় পুনর্নির্মাণ করেছেন। যা কাবুল সরকারের মুরতাদ বাহিনী এক রাতে অভিযান চালিয়ে ধ্বংস করে দিয়েছিলো।

তালেবানদের একজন কেন্দ্রীয় মুখপাত্র, মুহতারাম জবিহুল্লাহ মুজাহিদ টুইটারে উচ্চ বিদ্যালয়ের ছবি পোস্ট করে বলেছেন যে, এটি তালেবানদের ‘ইনস্টিটিউশনাল’ কমিশনের কর্মকর্তাদের সহায়তায় পুনর্নির্মাণ করা হয়েছে। যেটি কিছুদিন পূর্বে কাবুল বাহিনী ধ্বংস করে দিয়েছিলো। বর্তমানে ১৫০০ শিক্ষার্থী এই উচ্চ বিদ্যালয়টিতে ধর্ম ও আধুনিক শিক্ষা গ্রহণ করছে।

তালেবানরা ইতোমধ্যে সারাদেশে বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে, অনেক অংশে দরিদ্রদের মধ্যে সহায়তা দিয়ে যাচ্ছে। সর্বশেষ তালেবান নতুন করে ৪ হাজার শিক্ষাকেন্দ্র ও ২০০ স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে একটি প্রকল্পও হাতে নিয়েছে।

IMG-20201230-130139

IMG-20201230-130141

IMG-20201230-130144

IMG-20201230-130153

IMG-20201230-171503

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | দরিদ্র ও অভাবী পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে তালেবান
পরবর্তী নিবন্ধকাশ্মীর | মুজাহিদিনের হামলায় ১০ এরও অধিক ভারতীয় মুশরিক সৈন্য হতাহত