জেনারেটর চুরি করে নিয়ে যাওয়ার সময় ফিলিস্তিনি এক যুবকের ঘাড়ে গুলি করে পঙ্গু করে দিয়েছেন এক ইসরায়েলি সেনা।
গত শুক্রবার ১ জানুয়ারি ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরনে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
পরে মুমূর্ষ অবস্থায় তাঁকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাল কর্তৃপক্ষ জানিয়েছে তাঁর অবস্থা সংকটাপন্ন।
গুলিবিদ্ধ ২৪ বছরের হারুন রাসমি আবু আরাম দক্ষিণ হেবরনের আল-তুয়ানাহ গ্রামের অধিবাসী। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইসরায়েলি সেনারা একটি বৈদ্যুতিক জেনারেটর জোর করে কেড়ে নেয়ার সময় আবু আরাম তাতে বাধা দিয়েছিলেন।
গুলি করার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনারা একটি জেনারেটর নিয়ে যেতে চাচ্ছে এবং আবু আরাম ও তার পরিবার নিজের সম্পদ রক্ষায় চেষ্টা করছেন। এরপর একটি গুলির শব্দ শোনা যায় এবং দেখা যায় আবু আরামকে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দক্ষিণ হেবরনে ফিলিস্তিনিরা একটি বাড়ি বানানোর সময় তাদের বাধা দেয় ইসরায়েলি সেনারা। এ সময় তারা আবু আরামের একটি জেনারেটর কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
স্থানীয় গ্রাম কমিটির প্রধান মোহাম্মাদ রাইব সিএনএনকে বলেন, এক মাস আগে আবু আরামের পরিবারের বাড়ি গুড়িয়ে দেয় ইসরায়েল। শুক্রবার দেশটির সেনারা আবু আরামের প্রতিবেশীর বাড়ি উচ্ছেদ করার চেষ্টা করলে তিনি তখন বাধা দেন।
পশ্চিম তীরের যে অঞ্চলের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে সেসব অঞ্চলে অনুমতি ছাড়া ফিলিস্তিনিদের বাড়ি নির্মানে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সন্ত্রাসী ইসরায়েল।
https://www.facebook.com/doamuslims/videos/795027891049697/ )