পাকিস্তানের মাহম্মান্দ এজেন্সির সামরিক সমর্থিত কমিটির উপর হামলা চালিয়েছে টিটিপি, এতে কমিটির উপ-প্রধান নিহত হয়েছে।
উমর মিডিয়া কর্তৃক প্রকাশিত এক খবরে বলা হয়েছে, গত ৫ জানুয়ারি মঙ্গলবার, পাকিস্তানের শীর্ষস্থানীয় জিহাদী গ্রুপ তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুজাহিদিনরা মাহমান্দ এজেন্সির পান্ডালাইয়ের দোজাই এলাকায় মুরতাদ সামরিক বাহিনী সমর্থিত, কথিত শান্তি কমিটির উপর একটি সফল হামলা চালিয়েছেন। এতে উক্ত কমিটির উপ-প্রধান ‘মালিক আহমদ জান’ মুজাহিদদের গুলিতে নিহত হয়।
টিটিপির মুখপাত্র জানান যে, তার পিতার পদক্ষেপ অনুসরণ করে, সেও মুরতাদ সামরিক বাহিনীর পক্ষে সমর্থন ঘোষণা করেছিল এবং মুজাহিদদের বিরুদ্ধে কাজ করতে শুরু করেছিল, অতঃপর তাকে নাপাক বাহিনী উক্ত কমিটির প্রধান বানায়।