ফ্রান্সে নজরদারির পর ৯টি মসজিদ বন্ধ ঘোষণা

0
526
ফ্রান্সে নজরদারির পর ৯টি মসজিদ বন্ধ ঘোষণা

গভীর নজরদারির পর গত কয়েক সপ্তাহে প্যারিসের একাধিক মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শনিবার এক টুইট বার্তায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিয়ান এ খবর জানান। খবর টিআরটির।

জানা গেছে, বিশেষ নজরদারিতে থাকা ফ্রান্সের ১৮টি মসজিদের ৯টি মসজিদ ও ইবাদতের স্থান গত কয়েক সপ্তাহে বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইসলামী ‘বিচ্ছিন্নতাবাদ’ প্রতিরোধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।

উল্লেখ্য, এর আগে গত ২ ডিসেম্বর ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের ৭৬টি মসজিদের ওপর নজরদারির খবর জানায়। এরপরই আজ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ৯টি মসিজদ বন্ধের বিষয়টি সামনে এনেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপটুয়াখালীতে ব্রিজ ভেঙে পড়ে মাদরাসার শিক্ষক নিহত
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলকে কুপিয়ে হত্যা