পটুয়াখালীতে ব্রিজ ভেঙে পড়ে মাদরাসার শিক্ষক নিহত

0
903
পটুয়াখালীতে ব্রিজ ভেঙে পড়ে মাদরাসার শিক্ষক নিহত

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ব্রিজ হঠাৎ ভেঙে পড়ে গিয়ে এক মাদরাসার শিক্ষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন। শুক্রবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শ্রীমন্ত নদীর মহিষকাটায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শিক্ষকের নাম আইয়ুব আলী (৫৫)। তিনি স্থানীয় কলাগাছিয়া আসমতিয়া দাখিল মাদরাসার সুপার ছিলেন। দুমকী উপজেলার বদরপুর এলাকার বাসিন্দা তিনি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, রাতে কলাগাছিয়া মাদরাসার সুপার আইয়ুব আলী মাদরাসার সভাপতিকে এগিয়ে নিতে মহিষকাটা-আন্দুয়া ব্রিজের ওপর অপেক্ষা করছিলেন। তখন ব্রিজে একটি যাত্রীবোঝাই অটোরিকশা, একটি মোটরসাইকেল ও মাওলানা আইয়ুব আলী ছিলেন।

‘হঠাৎ ব্রিজটি শ্রীমন্ত নদীতে ধসে পড়ে। তখন আইয়ুব আলী নিখোঁজ হন। বাকিদের উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে আইয়ুব আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | তালেবান কর্তৃক ২০০ সেনা বিশিষ্ট সামরিক ঘাঁটিতে শহিদী হামলা
পরবর্তী নিবন্ধফ্রান্সে নজরদারির পর ৯টি মসজিদ বন্ধ ঘোষণা