রাজধানীর গুলশানে পথচারী, বগুড়ায় ট্রাকচালকসহ ২ জন, পাবনার চাটমোহর ও খুলনায় ২ বৃদ্ধ, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও চট্টগ্রামের মীলসরাইয়ে ২ জন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারী, শেরপুরে ছেলে, ঢাকার আশুলিয়ায় পথচারী ও ডেমরায় নারী, নীলফামারীর কিশোরগঞ্জে গৃহবধূ, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ও একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. শামসুল আলম।
রাজধানী : গুলশানে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত পথচারী সাইফুল ইসলাম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের নুরুল হকের ছেলে। বাড্ডা প্রগতি সরণি সুবাস্তু নজরভ্যালি শপিংমলের সামনে রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বড় ভাই মোস্তফা জানান, সাইফুল রমনায় একটি মাংসের দোকানে কাজ করতেন। অপরদিকে শনিবার সন্ধ্যায় জগিং শেষে বাসায় ফেরার সময় সংসদ ভবন ও চন্দ্রিমা উদ্যানের মাঝের সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এবং একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. শামসুল আলম।
বগুড়া ও শেরপুর : বগুড়ায় মহাসড়কে ট্রাক উল্টে নিহত চালক রাসেল দিনাজপুর সদরের সিংড়ি এলাকার খোকন আলীর ছেলে। শহরতলির বাঘোপাড়া এলাকায় রোববার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের কাঁঠালতলা এলাকায় ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল খালেক নামের এক যুবক নিহত হন।
চাটমোহর (পাবনা) : চাটমোহরে সিএনজি অটোরিকশার ধাক্কায় নিহত আনোয়ার হোসেন ফেলা মূলগ্রাম ইউনিয়নের চকউথূলী গ্রামের বাসিন্দা। পাবনা-টেবুনিয়া সড়কের রেলবাজার মোহাম্মদপুর কওমি মাদ্রাসা এলাকায় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তিনজন আহত হন।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তারা হলেন উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে বাদশা ও মোটরসাইকেল চালক রাধানগর ইউনিয়নের কায়েমপুর গ্রামের আলতাসউদ্দিনের ছেলে সোহেল। রহনপুর-যাতাহারা সড়কের ডোবারমোড়ে রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : উল্লাপাড়ায় প্রাইভেট কারচাপায় নিহত বেজারী রানী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের মৃত কমল কুমারের স্ত্রী। নলকা-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ বাজারে রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর : শেরপুরের নকলা উপজেলায় ট্রলির ধাক্কায় নিহত তানভির সদর উপজেলার আন্ধারিয়া এলাকার আব্দুল হালিমের ছেলে। দুর্ঘটনায় তার বাবা আহত হয়েছেন। শেরপুর-ঢাকা মহাসড়কের নকলা উপজেলার জালালপুরে রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া (ঢাকা) : আশুলিয়ায় পিকআপচাপায় নিহত পথচারী মিজানুর রহমান মিজান রাজশাহীর বাঘমারার শ্রীপতিপাড়ার বাসিন্দা। বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশ্চিন্তপুর ইটখোলা এলাকায় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ (নীলফামারী) : কিশোরগঞ্জে ট্রলির ধাক্কায় নিহত গৃহবধূ খদিজা বেগম উপজেলার দক্ষিণ বাহাগিলি হুরকাপাড়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী। কিশোরগঞ্জ থেকে তারাগঞ্জ সড়কের বিএম কলেজ সংলগ্ন স্থানে তিনি দুর্ঘটনায় পড়েন।
ডেমরা (ঢাকা) : ডেমরায় ভেকু মেশিনের (মাটি কাটার যন্ত্র) নিচে চাপা পড়ে নিহত ব্যক্তির পরিচয় মেলেনি। রোববার বিকালে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের বামৈল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : কার্ভাডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মোটরসাইকেল আরোহী সাগর মিয়া ময়মনসিংহের নান্দাইলের কারারহাট গ্রামের মাহতাব মিয়ার ছেলে। রোববার সকালে এশিয়ান হাইওয়ের উপজেলার জামপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
খুলনা : নগরীর ফুলবাড়ীগেট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত গফফার হাওলাদার মাত্তমডাঙ্গা গ্রামের আজিজ হাওলাদারের ছেলে। রোববার সকালে ফুলবাড়ীগেট এলাকার গ্যারিসনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন।
মীরসরাই (চট্টগ্রাম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাইয়ের সোনাপাহাড়ে বাসের ধাক্বায় নিহত লেগুনযাত্রীর নাম হোসনে আরা (৫৫)। ঢাকামুখী সিডিএম বাস লেগুনাটিকে চাপা দেয়। গুরুতর আহত হোসনে আরা পরে হাসপাতালে মারা যান।
সূত্র: যুগান্তর