কাশ্মীরে ২০ লক্ষ টাকা পুরস্কার পাওয়ার জন্য ‘জঙ্গি’ তকমা দিয়ে খুন

0
1190
কাশ্মীরে ২০ লক্ষ টাকা পুরস্কার পাওয়ার জন্য ‘জঙ্গি’ তকমা দিয়ে খুন

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে আমশিপোরায় ভুয়ো অভিযান চালিয়ে নিরপরাধ তিন যুবককে খুন করেছে মালাউন সেনা অফিসার ক্যাপ্টেন ভূপেন্দ্র সিংহ।

শোপিয়ানের আদালতে পেশ করা চার্জশিটে জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, ২০ লক্ষ টাকা নগদ পুরস্কার পাওয়ার জন্যই তিন যুবককে  ‘জঙ্গি’ তকমা দিয়ে খুন করে ভূপেন্দ্র। সেই ষড়যন্ত্রে দুই স্থানীয় বাসিন্দাও শামিল ছিল।

উল্লেখ্য, জম্মু- কাশ্মীরে মালাউন বাহিনী ‘জঙ্গি’ তকমা দিয়ে ভুয়ো অভিযান চালিয়ে অনেক মুসলিম যুবকদের হত্যা করছে। এই তিন যুবককের ক্ষেত্রেও ‘জঙ্গি’ হিসেবে চালিয়ে দিয়েছিল। কিন্তু পরে সবকিছু প্রকাশ হয়ে যায়।

যদিও চাপের মুখে এখন সেনা বাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলছে সংঘাতের পরিস্থিতি বা অন্য কোথাও মোতায়েন সেনাদের নগদ পুরস্কার দেওয়ার কোনও ব্যবস্থা নেই।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাৎসরিক ইনফোগ্রাফি | টিটিপির হামলায় পাক মুরতাদ বাহিনীর ক্ষয়ক্ষতির পরিসংখ্যান
পরবর্তী নিবন্ধএমপি আসবে’বলে বন্ধ সেতু, এক ঘণ্টা যন্ত্রণায় কাতরাল দগ্ধ শিশু