ক্রুসেডার মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় দাবি করেছে যে, আফগানিস্তানে ইমারতে ইসলামিয়ার তালেবান মুজাহিদদের জন্য এখনও অর্থের যোগান দিচ্ছে বৈশ্বিক জিহাদী সংগঠন আল কায়েদা।
সূত্রগুলি বলছে যে, আল-কায়েদা তার বিশেষ সদস্য এবং উমারাদের মাধ্যমে তালেবানকে এখনো সহায়তা করছে এবং তাদের শক্তিশালীকরণ অব্যাহত রেখেছে জিহাদী দলটি।
এদিকে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান মুখপাত্র মুহতারাম জাবিহুল্লাহ মুজাহিদ (হাঃ) প্রতিবারের মত, গণমাধ্যমের কাছে দেওয়া এক বিবৃতিতে এই অভিযোগগুলি অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে, আল-কায়েদা আফগানিস্তান ছেড়ে গেছে। এখানে বর্তমানে আল-কায়েদার উপস্থিতী নেই।
লং ওয়ার জার্নালের মতে, তালেবানদের এমন দাবি সত্য নয়, বরং তালেবান প্রতিবারেই রাজনৈতিক কৌশলের আশ্রয় নিচ্ছে।
এই সংবাদটি এমন এক সময়ে এসেছে, যখন নতুন মার্কিন প্রশাসন ঘোষণা করেছে যে, তারা দোহা চুক্তি পুনর্বিবেচনা করে দেখবে। বিশেষ করে আফগানিস্তান থেকে পুরাপুরি সেনা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তনের আভাসও দিয়েছে বাইডেন প্রশাসন।
অপরদিকে তালেবানরাও বলে আসছে যে, তাঁরা গত বছর দোহায় যে চুক্তি করেছে তা পূরণ করছে।