দখলদার ইসরায়েল সেনাবাহিনী দখলকৃত পশ্চিম তীরের তুবাসের পূর্ব আইনুন এলাকায় কয়েকশ গাছ উপড়ে ফেলেছে।
গত ২৭ জানুয়ারি এ ঘটনা ঘটে। বুলডোজারের মাধ্যমে গাছগুলো উপড়ে ফেলা হয়। খবর ওয়াফা নিউজ।
জর্ডান উপত্যকায় দখলদার ইহুদি বসতি পরিচালনা কাজে নিয়োজিত ইসরায়েলি কর্মকর্তা মুআতাজ বশরাত ওয়াফা নিউজকে জানিয়েছে, কয়েকবছর আগে রোপন করা গাছগুলো উপড়ে ফেলা হয়েছে। কারণ হিসেবে দাবি করা হয় সামরিক এলাকায় গাছগুলো লাগানোর অনুমতি ছিল না।
এ এলাকাটি সন্ত্রাসী ইসরায়েল একটি সামরিক ঘাটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে।
ফলে, ইসরায়েল সরকার দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা কোথায় অবস্থান করতে পারবে, কোথায় কখন ভ্রমণ করতে পারবে তা নির্ধারণ করে দেয়।
এমনকি ফিলিস্তিনারা নিজের জমিতে বাড়িঘর তৈরি বা প্রসারিত করতে পারবে কিনা এটিও নির্ধারণ করে সন্ত্রাসী ইসরায়েল। অনুমতি ব্যতীত কোন কাজ করলেই জেল-জরিমানাতো রয়েছেই।