পাকিস্তানের পেশোয়ারে পুলিশ ও মাহমান্দ এজেন্সিতে মুরতাদ সেনাবাহিনীর উপর পৃথক ২টি হামলার ঘটনা ঘটেছে। এতে গোয়েন্দা অফিসারসহ ৩ মুরতাদ সদস্য নিহত হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ৩০ জানুয়ারি শনিবার সন্ধ্যায়, খাইবার পাখতুনখার রাজধানী পেশোয়ারের কেন্দ্রীয় কারাগারের কাছে সিটিডি কর্মীদের উপর সশস্ত্র হামলা করেছেন।
দুজন সশস্ত্র ব্যক্তি মুরতাদ বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালায়, এতে সিটিডির ‘খুশদল খান’ নামক এক পরিদর্শক নিহত এবং তার সাথে থাকা অন্য এক বন্দুকধারী আহত হয়। খুশদল খানের উপর এমন সময় হামলা চালানো হয়, যখন সে গোয়েন্দা বিভাগের ডিউটিতে ছিল। হামলাকারীরা হামলার পরে নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন।
অপরদিকে, মাহমান্দ এজেন্সির বাইজাই সীমান্ত এলাকায় পাক মুরতাদ বাহিনীর পোস্টের কাছে সেনা সদস্যদের উপর স্নাইপার হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত স্থান থেকে চালিত সেই স্নাইপার হামলায় এক সেনা অফিসার নিহত হয়।
তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র মুহাম্মদ খোরাসানী হাফিজাহুল্লাহ্ এই হামলার দায় স্বীকার করেছেন।