বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ রবিবার (৩১ জানুয়ারি) সকালে মিরপুর ২ নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে এই বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে সনি সিনেমা হলের সামনে অবস্থিত নিয়ে বিক্ষোভ করতে থাকেন ওই এলাকায় অবস্থিত কোরিয়ান জিনস ম্যানুফ্যাকচারিং কারখানার শ্রমিকরা। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, গত চার মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ নানা অজুহাতে বেতন পরিশোধ করছে না। একপর্যায়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তাঁরা। কালের কণ্ঠ