স্কুলে বাধ্যগত ধর্মীয় পোশাক পরাকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া।
এর আগে দেশটিতে স্কুলে ধর্মীয় পোশাক পরা বাধ্যতামূলক ছিল।
এক খ্রিস্টান ছাত্রীকে ক্লাসে হিজাব পরতে জোর করার অভিযোগ উঠার পর এ সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।
১৬ বছরের ওই শিক্ষার্থী যে স্কুলের শিক্ষার্থী ছিল, সেখানে সবার মুসলিম হিজাব পরা বাধ্যতামূলক ছিল। সরকার সব স্কুলকে এ ধরনের বাধ্যবাধকতা তুলে নিতে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে।
ইন্দোনেশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। গত বুধবার সরকারি ফরমান হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। যেসব স্কুল এই নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে।
ইন্দোনেশিয়ার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নাদিয়েম মাকারিম বলেছে, ধর্মীয় পোশাক পরবে কিনা তা ‘একজনের ব্যক্তিগত স্বাধীনতা’,এখন থেকে স্কুল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত দিতে পারবে না।
উৎস, বিবিসি