আগামী মে মাসের মধ্যে আফগানিস্তানে থাকা অবশিষ্ট সেনা সদস্যদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
জেসিন্ডা আরডার্ন বলেন, দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে এনজেডডিএফকে সরিয়ে নেবার সময় এসেছে। এটি আমাদের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় সেনা মোতায়েনের ঘটনার একটি। ‘মূল অংশীদারদের’ সাথে আলোচনা করেই নিউজিল্যান্ড এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।
২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে নিউজিল্যান্ড সাড়ে তিন হাজারের বেশি প্রতিরক্ষা ও অন্যান্য এজেন্সির সদস্য মোতায়েন করেছে।
বর্তমানে আফগানিস্তান ন্যাশনাল আর্মি অফিসার অ্যাকাডেমির সাথে তিনজন এবং ন্যাটো রেজল্যুট সাপোর্ট মিশন হেডকোয়ার্টারে তিনজনসহ মোট ছয়জন সেনা কর্মকর্তা মোতায়েন রয়েছে। গত ২০ বছর ধরে দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছিল নিউজিল্যান্ড। এটিই নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় সেনা মোতায়েন। দীর্ঘ সময় অবস্থানের ফলে তাদের শুধু ক্ষতিকেই বৃদ্ধি করেছে।