আল আকসার গেটে দাঁড়িয়ে আর বলবে না ‘হে আরব জাতি! তোমরা কোথায়?’

0
1156
আল আকসার গেটে দাঁড়িয়ে আর বলবে না ‘হে আরব জাতি! তোমরা কোথায়?’

শত অভিমান ‍বুকে নিয়ে না ফেরার দেশে চলে গেলেন ফিলিস্তিনের বিখ্যাত প্রবীণ আলেমেদীন, মসজিদ আল আকসার সেবক শায়েখ বদর আল রাজাবি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সন্ধ্যায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে প্রভূর সান্নিধ্য হাসিল করেন।

৯৭ বছর বয়সী প্রবীণ ফিলিস্তিনির বিদায়ে বিশ্ব হারালো এক সাহসী পুরুষ। তিনি বন্দুকের নলের সামনে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার কথা বলতেন। আল আকসার গেটে দাঁড়িয়ে চিৎকার করে বলতেন ‘হে আরব জাতি তোমরা কোথায়? বায়তুল মাকদিস উদ্ধার করো। এই যে দেখ, আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি তোমাদের সহযোগিতায়।’

শায়েখ বদর আল রাজাবির জন্ম ইস্রায়েলি দখলকৃত রাষ্ট্র গঠনের আগে। তিনি ছিলেন ফিলিস্তিনি সংগ্রামের প্রথম সারির অন্যতম ব্যক্তি। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমিন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীতে আ.লীগ সন্ত্রাসীদের সংঘর্ষ গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে বন্দুকের দোকানে গোলাগুলি, হতাহত ৫