মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে নতুন গ্যাস পাইপলাইন নির্মাণে সম্মত হয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মিশর।
রবিবার (২১ ফেব্রুয়ারি) আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় দেশটির জ্বালানি মন্ত্রী ভূমধ্যসাগরের পূর্ব উপকূলীয় লাভিয়াথান তেলক্ষেত্র থেকে মিশর পর্যন্ত একটি গ্যাস পাইপলাইন নির্মাণে সম্মত হয়েছে।
পরিচয় গোপন রাখার শর্তে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এবার ইসরায়েলের পক্ষ থেকে ইউভাল স্টিনিৎজ এবং মিশেরের জ্বালানি মন্ত্রী তারেক আল মোল্লা বৈঠকটি করেছে। সেখানে তারা ‘লাভিয়াথান গ্যাসক্ষেত্র থেকে মিশরের তরলীকরণ স্থাপনা পর্যন্ত উপকূলীয় গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়ে সম্মত হয়েছে।
তিনি আরও বলেন, ইউরোপে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় মিশরের তরলীকরণ স্থাপনা ব্যবহারের মাধ্যমে ইউরোপে গ্যাস রপ্তানি বৃদ্ধি করা পাইপলাইনটি নির্মাণের প্রধান লক্ষ্য।
মোল্লার ইসরায়েল সফরের পর চুক্তিটির কথা ঘোষণা করা হয়। এবার সে তেলআবিব সফরকালে দখলদার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী গবি আশকানাজির সঙ্গেও সাক্ষাত করেছে।
সূত্র : ইসলাম টাইমস টুয়েন্টিফোর ডটকম।