ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ ইহুদি জনগণের ‘পূরিম’ উৎসব উদযাপনের অজুহাত দিয়ে ফিলিস্তিনের পূর্বাঞ্চলে ‘খলিল’ (হিব্রন ) শহরের ‘ইব্রাহিমি মসজিদে’ আজান বন্ধ করে দিয়েছে৷
গত(শুক্রবার ২৬ফেব্রুয়ারি) ইবরাহিমী মসজিদের পরিচালক ও প্রধান ‘শেখ হেফজি আবু সিনাইনি’ দৈনিক সংবাদপত্র “ওয়াফা” এবং এ্যারাবিক আরটি ডট কম কে জানায় যে, দখলদীর কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার মাগরিব থেকে আজান দিতে নিষেধ করে দিয়েছে৷ এ নিষেধাজ্ঞা শনিবার ইশা পর্যন্ত অব্যাহত থাকবে৷,
তিনি আরো বলেন, যে কোনো ধর্মের অনুসারীদেরকে তাদের ধর্মীয় বিধি-বিধান ও রীতি-নিতী পালনে বাধা দেওয়া এবং নিষেধাজ্ঞা আরোপ করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙঘন৷
হিব্রোনে “ওয়াফা” সংবাদদাতা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী আজ সকালে ইব্রাহিমী মসজিদের আশেপাশে তাদের উপস্থিতি আরও তীব্র করে তুলেছে৷ এবং তল্লাশির নামে অনেক পরিবারের ঘরে হানা দিয়ে বিভিন্ন জিনিষপত্র লুণ্ঠন সহ তাদেরকে মারধরও করছে, এবং অনেককে তাদের গোয়েন্দা বিভাগের সাথে দেখা করারও নোটিশ দিয়েছে৷
সূত্র: এ্যারাবিক আরটি ডট কম,ওয়াফা নিউজ