খোরাসান | ১৫টি গ্রামের প্রায় ২ হাজার পরিবারের তালেবানে যোগদান

4
1158
খোরাসান | ১৫টি গ্রামের প্রায় ২ হাজার পরিবারের তালেবানে যোগদান

আফগানিস্তানের ঘোর প্রদেশের ‘আনা’ অঞ্চলের প্রায় ২ হাজার পরিবার একত্রে তালেবানের নেতৃত্ব মেনে নিয়েছে।

তালিবানরা বলেছে যে, আফগানিস্তানের ঘোর প্রদেশের টিয়ারা জেলা হতে কয়েক ডজন কাবুল সেনা ও পুলিশ সদস্য নিজেদের অস্ত্র ও গোলাবারুদ সহ তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছে।

তালেবানের সামরিক বিভাগের মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদী হাফিজাহুল্লাহ্ বলেছেন, “গতকাল ঘোর প্রদেশের টিয়ারা জেলার ‘আনা’ অঞ্চলের নেতৃস্থানীয় ও কমান্ডার ‘মোহাম্মদ’ আমীরুল মু’মিনিনের সাধারণ ক্ষমা ঘোষণার সাহায্যে ইমারতে ইসলামিয়ার মুজাহিদিনদের সাথে যোগ দিয়েছিল।” তার এই তালেবানে যোগ দেওয়ার মাধ্যমে সম্পূর্ণভাবে অঞ্চলটির উপর কোন যুদ্ধ ছাড়াই নিয়ন্ত্রণ পেয়েছেন।

কথিত আছে যে, “আনা” নামে অঞ্চলটিতে ১৫টি গ্রাম, ২টি শহরীয় বাজার রয়েছে এবং প্রায় ২০০০ (দুই হাজার) পরিবার এতে বসবাস করছে। এই বিপুল সংখ্যক পরিবারের প্রধান নেতার তালেবানের নেতৃত্ব মেনে নেওয়ার সাথে সাথে তারাও এটি স্বীকার করে নিয়েছে। আর এর মাধ্যমে কোন যুদ্ধ ছাড়াই অঞ্চলটি পরিপূর্ণরূপে তালেবানদের নিয়ন্ত্রণে চলে এসেছে। আলহামদুলিল্লাহ্।

 

4 মন্তব্যসমূহ

  1. আলহামদুলিল্লাহ।এসব হৃদয় প্রশান্তকর ঘটনা শুনলে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সুরা নাসরের কথা মনে পড়ে যায়।আর আল্লাহর উপর ঈমান বেড়ে যায়।

Leave a Reply to Zonaaid bin hasan প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান | প্রতিটি বেসামরিক নাগরিক হত্যার প্রতিশোধ নেয়া হবে- নূর ওয়ালী মেহসূদ
পরবর্তী নিবন্ধখোরাসান | তালেবানের হামলায় ৩১ কাবুল সৈন্য নিহত, ৩টি ট্যাঙ্ক ধ্বংস