খোরাসান | ২৮০০ অভাবী পরিবারকে খাদ্য সহায়তা দিল তালেবান

1
1535
খোরাসান | ২৮০০ অভাবী পরিবারকে খাদ্য সহায়তা দিল তালেবান

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকার তাদের নিয়ন্ত্রিত ২টি জেলার ২ হাজার ৮ শত অভাবী পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন।

রিপোর্ট অনুযায়ী, তালেবান মুজাহিদিন ফারয়াব প্রদেশের দউলতাবাদ জেলায় ২০০০ অভাবী পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। রিপোর্টে আরো বলা হয়েছে যে, সম্প্রতি অনাবৃষ্টি এবং কাবুল বাহিনীর সামরিক আগ্রাসনের ফলে প্রদেশটির কয়েকটি জেলার সাধারণ মানুষ আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছে। তালেবান এসব সমস্যাগ্রস্ত পরিবারের মাঝেও খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছানোর কাজ শুরু করে দিয়েছে।

একইভাবে নিমরোজ প্রদেশের চাহারবারাক জেলাতেও আরো ৮০০ অভাবী পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজ সমাপ্ত করেছে তালেবান।

ইমারতে ইসলামিয়ার সামরিক মুখপাত্র মুহতারাম ক্বারী ইউসুফ আহমদী হাফিজাহুল্লাহ্ বলেছেন, খাদ্য সহায়তার এই তালিকায় ছিল, আটা, তেল, চিনি, ডাল, মটর ও লবণ।

এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশজোড়ে খাদ্য সহায়তা প্রক্রিয়া আরো বাড়ানোর জন্য জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে তালেবান, এরই লক্ষ্যে তারা অভাবী পরিবারগুলোর একটি তালিকাও তৈরি করছেন।

IMG-20210407-084440-317
IMG-20210407-084552-126
খোরাসান | ২৮০০ অভাবী পরিবারকে খাদ্য সহায়তা দিল তালেবান
IMG-20210407-084654-003
IMG-20210407-084709-200
IMG-20210407-084438-228

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন