পূর্ব জেরুজালেমে পবিত্র রমজান মাসকে ঘিরে ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই গতকাল রাতে ইহুদিদের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে শতাধিক ফিলিস্তিনি আহত এবং ৫০ জনকে গ্রেফতার করে নিয়ে যায় দখলদার ইসরায়েল পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। খবর ওয়াফা নিউজের।
জানা যায়, ফিলিস্তিনিরা আল-আকসায় তারাবিহ নামাজ আদায় করছিলেন। এ সময় ইহুদি জাতীয়তাবাদী দল লেহাভারের অন্তত ৩০০ সদস্য জেরুসালেমে একটি প্রবেশ গেইটে এসে অবস্থান নেয়। গেইটে এসেই ‘আরবদের মৃত্যু চাই’ (Death to the Arabs) ‘আরবরা বেড়িয়ে যা’ (Arabs get out) বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাথর ও বোতল ছোড়াছুড়ি শুরু হয়।
সংঘর্ষটি শেখ জাররাহ, মুসারার, আল-তুর ও ওয়াদি আল-জোজ সহ জেরুজালেমের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং শুক্রবার সকাল পর্যন্ত স্থায়ী হয়।
ইসরায়েলি পুলিশ ইহুদিদের না থামিয়ে উল্টো ফিলিস্তিনিদের রাবার বুলেট ও টিয়ার গ্যাস, জল-কামান ব্যাবহার করে। এছাড়াও ফিলিস্তিনিদের কয়েক হাজার লোককে সংঘর্ষের জন্য দায়ী করে গ্রেফতার অভিযান চালায়। এতে কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি গ্রেফতার করেছে দখলদার ইসরায়েল পুলিশ।
দখলদার ইসরায়েল এখন এতটাই বেপরোয়া হয়েছে যে, আন্তর্জাতিক কোন আইনেরই তোয়াক্কা করে না তারা। পবিত্র রামাদান মাসের শুরু থেকেই জেরুজালেমে প্রতি রাতেই ইহুদিদের সাতে ফিলিস্তিনিদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। করোনা ভাইরাসের অজুহাতে মসজিদুল আকসাতে নামাজ আদায়ে বাধা সৃষ্টি করা, আল-আকসা মসজিদে মাইকে আযান নিষিদ্ধ করা, মুসল্লিদের মসজিদে প্রবেশে বাধা দেয়া, মসজিদের বিদ্যুতের তার কেটে দেয়ার মতো মানবতা বিরোধী ও উসকানিমূলক কর্মকাণ্ড এখন নিয়মিত ঘটনা।
ইন্নালিল্লাহ…..
হে আল্লাহ!! তুমি সারাবিশ্বের মুসলিমদেরকে হিফাজত করো । আমিন….
হে আল্লাহ! তুমি সারাবিশ্বের মুজাহিদীন ভাইদের সুস্হতা এবং নিরাপত্তা দান করো ।
এবং আল-ফিরদাউস মিডিয়ার সকল ভাইদেরকে সুস্হতা এবং নিরাপত্তা দান করো এবং ভাইদেরকে তোমার দ্বীনের জন্য কবুল কর ।
আমিন….ছুম্মা আমিন……