“আরবদের মারো” স্লোগান দিয়ে ফিলিস্তিনি মুসলিমদের উপর ইহুদী হামলা, ১০৫ ফিলিস্তিনি আহত

1
1024
“আরবদের মারো” স্লোগান দিয়ে ফিলিস্তিনি মুসলিমদের উপর ইহুদী হামলা, ১০৫ ফিলিস্তিনি আহত

জায়োনিস্ট ইসরাইলের ইহুদিরা ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমের ধর্মপ্রাণ মুসলিমদের উপর হামলা চালিয়ে ১০৫ জন ফিলিস্তিনি মুসলিমকে আহত করেছে, যাদের মধ্যে ২২ জনকে গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা কুদস নিউজ নেটওয়ার্ক জানায়, গত বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে উগ্রবাদী ডানপন্থী ইহুদীরা মুসলিমদের উপর হামলা চালিয়েছে। এতে জানমালের ব্যপক ক্ষতিসাধন হয়।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট মতে, ভয়াবহ এই হামলায় ১০৫ জন ফিলিস্তিনি আহত হন, যাদের ২২ জনকে গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মুসলিম বিরোধী ইসরাইলি ডানপন্থী দল লেহাভা একটি মার্চ ফাস্টের মাধ্যমে বিদ্বেষের সূচনা করে। “আরবদের (মুসলিমদের) মারো” স্লোগান দিয়ে তারা দখলবাজ ইসরাইলি সৈন্য ও বর্বর ইহুদীদের সাম্প্রদায়িকতা উষ্কে দেয়।

উত্তিজিত ইহুদীরা আগ্নেয়াস্ত্র নিয়ে সীমান্ত রেখা অতিক্রম করে ফিলিস্তিনের মূল ভূখন্ডে প্রবেশ করে। মধ্য জেরুজালেমের মুসলিম বসতি সহ বিস্তৃর্ণ এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালায়।

এসময় ইহুদীরা পূর্ব জেরুজালেমের মুসলিম অধ্যুষিত শাইখ জাররায় প্রবেশের চেষ্টা চালায় কিন্তু আল্লাহর করুণায় তাতে প্রবেশে ব্যার্থ হয়।

বৃহস্পতিবার ফিলিস্তিনে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক হামলার পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী দলটি তার সমর্থকদের সহিংসতা বৃদ্ধিতে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র বহনে উৎসাহিত করে।

সামাজিক মেসেজ গ্রুপে দলটির এক কর্মী লিখে,”যদি একজনও বেঁচে যায়, তবে আমাদের কাজ অসমাপ্ত রবে।”

আরেকজন গ্রুপে লিখে,”আজ আমরা আরবদের (মুসলিমদের) পুড়িয়ে মারবো। মোলটোভ ককটেল ট্রাঙ্কে মজুদ আছে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতের এই ঘটনায় বিচারের নামে উলটো অর্ধশত নিরপরাধ মুসলিমকেই গ্রেফতার করেছে অভিশপ্ত ইহুদী প্রশাসন।

IMG-20210424-042106-191
IMG-20210424-042110-010

১টি মন্তব্য

  1. ইন্নালিল্লাহ…….
    হে আল্লাহ!! তুমি মুসলিমদেরকে হিফাজত করো
    আমিন ইয়া রব্বাল আলামীন

    হে আল্লাহ! তুমি সারাবিশ্বের মুজাহিদীন ভাইদের সুস্হতা এবং নিরাপত্তা দান করো ।
    এবং আল-ফিরদাউস মিডিয়ার সকল ভাইদেরকে সুস্হতা এবং নিরাপত্তা দান করো এবং ভাইদেরকে তোমার দ্বীনের জন্য কবুল কর ।
    আমিন….ছুম্মা আমিন……

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালি | ক্রুসেডার ফ্রান্সের টাস্ক ফোর্সের উপর মুজাহিদীনের বীরত্বপূর্ণ হামলা
পরবর্তী নিবন্ধজেরুজালেমে ফিলিস্তিনি-ইহুদি সংঘর্ষ; আহত শতাধিক