ইসরায়েলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে হাইফা নগরীর বাযান তেল শোধনাগারে এই দুর্ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এই খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
সাইবার হামলার ফলে ওই অগ্নিকাণ্ড শুরু হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়।
ইসরায়েলের জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছে, বাযান শোধনাগারের একটি ক্ষতিগ্রস্ত পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। এছাড়াও অগ্নিকাণ্ডে তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ পাইপ ভেঙে গেছে।
গণমাধ্যম আরও জানায়, এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে শোধনাগার থেকে আপাতত তেল সরবরাহ বন্ধ রয়েছে। এই ঘটনায় শোধনাগারের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।