আবারো বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিএসএফ

2
1171
আবারো বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিএসএফ

ভারতীয় সীমান্ত সন্ত্রাসী বাহিনী (বিএসএফ) কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে রাশেদুল ইসলাম (২৬) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে। গত (৩০ এপ্রিল) শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাঁটকড়াইবাড়ি সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৬ এর কাছে এই ঘটনা ঘটে।

জানা যায়, বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া রাশেদুল ইসলাম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাঁটকড়াইবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে।

এদিকে দাঁতভাঙ্গা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ওই যুবক পেশায় রাজমিস্ত্রি।

অপরদিকে বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, ঘটনার দিন ভারতের গুটলিগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানালেও তারা করোনার অজুহাতে দেখিয়ে তা প্রত্যাখ্যান করেছে।

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএপ্রিলে করোনা পরিস্থিতিতেও ১৬৮টি ধর্ষণ ও গণধর্ষণ
পরবর্তী নিবন্ধদখলদার ইসরায়েলে এবার বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড