শুক্রবার আখেরি জুমায় অধিকৃত পূর্ব জেরুসালেমে আল-আকসা মসজিদ ও আশপাশের এলাকায় ইসরায়েলি পুলিশের হামলায় অন্তত ১৭০ জনের অধিক ফিলিস্তিনি হতাহত হয়েছে। এক সপ্তাহ ধরেই জেরুসালেমে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই সংঘর্ষ হয়।
শুক্রবার আখেরি জুমা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি মুসুল্লি আল-আকসা মসজিদে জমায়েত হয়। এ সময় অনেকে ইহুদি বসতি স্থাপনকারীদের তাদের বাড়িঘর উচ্ছেদ করার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। বিশেষ করে শেখ জারাহ এলাকায় ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরুদ্ধে তারা বেশ সোচ্চার ছিল।
ইসরায়েলি সীমান্ত পুলিশ ও বাহিনী পানি কামান, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও শক গ্রেনেড দিয়ে গত কয়েক দিন ধরেই তাদের ওপর হামলা চালানো হয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টে জানিয়েছে, আল আকসা মসজিদ ও অন্যান্য স্থানে ইসরায়েলি পুলিশের হামলায় এখন পর্যন্ত ১৭০ জনের হতাহতের হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৮৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।