![ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করায় অন্তত ২১ কাশ্মীরিকে আটক করেছে মালাউন বাহিনী ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করায় অন্তত ২১ কাশ্মীরিকে আটক করেছে মালাউন বাহিনী](https://i0.wp.com/;https://i.ibb.co/zHbzFXs/6038cc884c59b77b0168ac18.jpg?w=696&resize=696,0&ssl=1)
দখলকৃত কাশ্মীরে ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে বিক্ষোভ থেকে কমপক্ষে ২১মুসলিমকে আটক করেছে হিন্দুত্ববাদী ভারতের মালাউন পুলিশ প্রশাসন।
কাশ্মীর রেঞ্জের পুলিশ প্রধান বিজয় কুমার ১৫, মে, শনিবার ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভকারীদের আটকের সত্যতা নিশ্চিত করেন।
এর আগে গত ১৪, মে শুক্রবার কাশ্মীরি মুসলিমরা ফিলিস্তিনিদের সাথে একাত্মতা পোষণ করে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে আসেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে মজলুম ফিলিস্তিনীদদের সমর্থনে একটি গ্রাফিক্স দেখা যায়, যাতে ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে লেখা ছিল, “আমরা ফিলিস্তিনি”
আনাদুলো এজেন্সি জানায়, রাজধানী শ্রীনগরে বসবাসকারী মুদাসির গুল নামের এক কাশ্মীরি চিত্রশিল্পীকে মালাউন পুলিশ আটক করেছে। তিনি একটি সেতুতে ফিলিস্তিনীদের সমর্থনে ছবি ও লেখা অংকন করেছিলেন।
মুদাসিরের ভাই বদর উল ইসলাম জানান, “মালাউন পুলিশ আমাদের বাড়িতে হানা দিয়ে ভাইকে ঐ সেতুর পাশে ধরে নিয়ে যায়। মুদাসিরকে তারা কালো রং দিয়ে ঐ গ্রাফিক্স নষ্ট করতে আদেশ করে।”
বদর উল ইসলাম বলেন, “ভাইতো অন্যায় কিছু করেনি। বিনা কারণে নির্বিচারে হত্যা করা হচ্ছে এমন লোকদের জন্য যদি সংহতি প্রকাশ বা আওয়াজ তোলা যদি অপরাধ হয়, তবে আমরা আগে মানুষ হই।”