যুদ্ধাপরাধী ইসরাইল সত্যকে চেপে রেখে বিশ্ব মিডিয়ায় মিথ্যা প্রোপাগান্ডায় লিপ্ত

0
875
যুদ্ধাপরাধী ইসরাইল সত্যকে চেপে রেখে বিশ্ব মিডিয়ায় মিথ্যা প্রোপাগান্ডায় লিপ্ত

মিডিয়ার বদৌলতে আমরা বর্হিঃবিশ্বের খবরাখবর জানতে পারি। দুঃখ-সুখে উম্মাহর পাশে দাঁড়াই। উম্মাহর বিজয়ের সংবাদ যেমনি আমাদের আশাবাদী করে, বিষাদের সংবাদ তেমনি আমাদের মর্মাহত করে!

দাজ্জালী এই বিশ্ব ব্যবস্থায় পশ্চিমা মিডিয়ার মায়াজালে পড়ে ইদানীং অনেক মুসলিমকেও দেখি উম্মাহর সাহসী যুবাদের “টেরোরিস্ট” বলে গালি দেন! আল্লাহর দেয়া পরিপূর্ণ জীবন বিধানের উপর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকেই অধিক প্রাধান্য দেন।

বিংশ শতাব্দীর এই যুগে পশ্চিমা সংষ্কৃতি মূল্যবোধের আদলে বেড়ে উঠা সংবাদমাধ্যমগুলো কতটুকইবা আমাদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে? কখনো কী ভেবেছি?

স্পেনের এল পাইস পত্রিকার মধ্যপ্রাচ্যের সংবাদদাতা জোয়ান কার্লোস সাঞ্জ দাবী করেন, ইসরাইল বিশ্বকে বিভ্রান্ত করতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভুয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

গত ১৭, মে, সোমবার স্পেনের এল পাইস পত্রিকার সাংবাদিক জোয়ান বিদেশি সাংবাদিকদের ইসরাইলী আগ্রাসনের সঠিক তথ্য চেপে রেখে বিশ্ব মিডিয়ায় বিভ্রান্তিকর ভুয়া প্রপাগাণ্ডা ছড়ানোর দায়ে ইসরাইলি প্রশাসনের কঠোর নিন্দা করেন।

এল পাইসের মধ্য প্রাচ্যের জেরুজালেম ভিত্তিক সংবাদদাতা জোয়ান জানান, আন্তর্জাতিক মিডিয়ার পক্ষে ইসরাইলি প্রশাসনের সাথে যোগাযোগ করা কখনোই সহজতর ছিলো না। তার উপর যখন কোন সংঘাতে হাজার হাজার লোক ভুক্তভোগী কিংবা ইহুদিরা ফিলিস্তিন রাষ্ট্র দখলের পায়তারা করে, তখন বিদেশীদের পক্ষে সত্য খবর বের করে আনা খুবই কষ্টসাধ্য।”

ইসরাইল যখনই অবরুদ্ধ ফিলিস্তিনের ভূমি আত্মসাৎ করতে চায়, তখন বিশ্ব মিডিয়ায় ফিলিস্তিনিদের ব্যাপারে মিথ্যা গুজব রটিয়ে দেয়। তারা নিরীহ মুসলিমদের “সন্ত্রাসী” বলে আখ্যায়িত করে। নিজেদের মালিকানা দাবী করে ফিলিস্তিনি মুসলিমদের বসত-ভিটা ছলে বলে কৌশলে কেড়ে নেয়।

মিডিয়ায় নিজেদের আত্মরক্ষার মিথ্যা গালগল্প ছড়িয়ে ফিলিস্তিনিদের সমূলে উচ্ছেদ করে। মুসলিম বসতিগুলোতে বর্বর হামলা চালিয়ে গণহারে মুসলিমদের হত্যা করে।

আর এভাবেই ভুয়া গুজব ছড়িয়ে পরিকল্পিত তথ্য সন্ত্রাসের মাধ্যমে ইহুদিরা তাদের মিত্রদের জনসমর্থন আদায় করে নিচ্ছে। বিশ্ব মিডিয়ায় মুসলিম ও ইসলাম ধর্মের বিরুদ্ধে ঘৃণার যুদ্ধ জিইয়ে রেখে নিজেরা অর্থনৈতিক ও কৌশলগত ফায়দা লুটে নেয়।

জোয়ান সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও স্থানীয় মিডিয়ার অফিসগুলোতে দখলদার ইসরাইলের ন্যক্কারজনক হামলারও তীব্র নিন্দা জানান।

গত ১৫, মে শনিবার গাজা শহরে বিমান হামলা চালিয়ে যুদ্ধবাজ ইসরাইল আল জাজিরার ছাপাখানা ও আঞ্চলিক অফিস সহ বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমের অফিসগুলো গুড়িয়ে দেয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে ঘূর্ণিঝড় তাওকতের তাণ্ডবে ২৩ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধফিলিস্তিন | ইহুদীদের উপর জাইশুল উম্মাহর ১১টি হামলা, নিহত ২২