খোরাসান | তালিবানদের হামলায় ৬৬ কাবুল সৈন্য খতম, বন্দী আরো ২০ সৈন্য

0
1435
খোরাসান | তালিবানদের হামলায় ৬৬ কাবুল সৈন্য খতম, বন্দী আরো ২০ সৈন্য

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালিবান মুজাহিদিন মুরতাদ কাবুল বাহিনীর উপর ৪টি সফল অভিযান পরিচালনা করেছেন। এতে কমপক্ষে ৬৬ কাবুল সৈন্য নিহত এবং আরো ২০ সৈন্য বন্দী হয়। মুজাহিদগণ বিজয় করেনেন ১৯টি সামরিক পোস্ট ও ১টি সামরিক বেস।

রিপোর্ট অনুযায়ী, তালিবান মুজাহিদিন গতকাল (১লা জুন) সকাল ৮ টা নাগাদ গজনি প্রদেশের দেহ ইয়াক জেলার কেন্দ্রের রক্ষণাত্মক পোস্টগুলিতে ব্যাপক আকারে আক্রমণ শুরু করেছেন, যা দুপুর ১১ টা অবধি চলতে থাকে। এসময় তালিবান মুজাহিদগণ জেলাটির তাসিন এলাকায় একটি সামরিক ভবন ও তার আশপাশে আঘাত হানলে কমপক্ষে ১৮ মুরতাদ সৈন্য মারা যায় এবং আরও ১১ এরও বেশি সৈন্য আহত হয়। এছাড়াও এই অভিযান মুজাহিদগণ কাবুল বাহিনীর ৪টি ট্যাঙ্ক ধ্বংস করেছেন।

এমনিভাবে গতরাতে কান্দাহার প্রদেশের পাঞ্জওয়াই জেলায় মুরতাদ কাবুল বাহিনীর একাধিক অবস্থানে ভারী হামলা চালিয়েছেন তালিবান মুজাহিদিন। এসময় তালিবান মুজাহিদিন মুরতাদ বাহিনীর ৮টি পোস্ট ধ্বংস করে দেন। তালিবানের সামরিক মুখপাত্র- ক্বারী ইউসুফ আহমদী জানান, মুজাহিদদের এই অভিযানে কাবুল বাহিনীর কমপক্ষে ৩০ সৈন্য নিহত হয়েছে। এছাড়াও মুজাহিদগণ ৮টি রেঞ্জার গাড়ি গনিমত লাভ করেন।

IMG-20210601-173410

মুহতারাম জাবিহুল্লাহ মুজাহিদ আরো জানান যে, গত রাতে তালিবান মুজাহিদগণ নানগারহার প্রদেশের পাচিরাগাম জেলার গারিখিল এলাকায় কাবুল বাহিনীর একটি বৃহত ঘাঁটি এবং ১৭ টি ফাঁড়ি বিজয় করে নিয়েছেন। এসময় মুজাহিদদের হাতে অনেক পুলিশ সদস্য নিহত হয়েছিল এবং মুজাহিদগণ আরো ২০ সৈন্যকে জীবিত বন্দী করেছেন। এছাড়াও মুজাহিদগণ প্রচুর সংখ্যাক অস্ত্র ও গোলা-বারুদ গনিমত লাভ করেছেন। অভিযানে মুজাহিদিনদের কোন ক্ষতি হয়নি। আলহামদুলিল্লাহ্।

একই রাতে লোঘারর প্রদেশের মোহাম্মদ আগা জেলার পাচি এলাকায় কাবুল বাহিনীর আরো একটি গুরুত্বপূর্ণ পোস্টটে হামলা চালিয়ে তা বিজয় করেনেন তালিবান মুজাহিদগণ। এসময় মুজাহিদদের হাতে ৭ মুরতাদ সদস্য নিহত হয় এবং মুজাহিদগণ প্রচুর অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করেন। আলহামদুলিল্লাহ্, এখানেও সংঘর্ষে মুজাহিদদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান | সামরিক বাহিনীর উপর পাক-তালিবানের হামলা, ৪ সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধকাশ্মীরে সন্ত্রাসী দল বিজেপি নেতাকে গুলি করে হত্যা