কাশ্মীরের উত্তরে এবং জম্মুর কিছু এলাকায় বিপুল সংখ্যক আধাসামরিক বাহিনী পৌঁছেছে। এতে স্থানীয় মুসলিমদের মধ্যে উদ্বেগের জন্ম নিয়েছে।
২০১৯ সালে এই অঞ্চলের বিশেষ মর্যাদাকে বাতিল করা এবং দুটি আলাদা ইউনিয়নে বিভক্ত হওয়ার পর এই প্রথম এতো বিপুল পরিমান সেনা এই অঞ্চলে মোতায়েন করা হলো।
স্থানীয়রা বলছেন, এই অঞ্চলে এমন বিপুল সংখ্যক সেনা মোতায়েন বড় কিছু ঘটারই ইঙ্গিত বহন করে। তাই এ নিয়ে উদ্বেগের জন্ম হয়েছে।
সূত্র: এনডিটিভি
He allah apni musolmenderke hefajot korun ameen!
لا تحزن لا تخف اهل الشهداء في كشمير، نحن قادمون من قريب،وجند الله سوف يعود